রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২০:০৭

মতলবে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণকালে শুক্কুর পাটোয়ারী

তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি জনগণের মুক্তি ও পরিবর্তনের অঙ্গীকার

রেদওয়ান আহমেদ জাকির
তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি জনগণের মুক্তি ও পরিবর্তনের অঙ্গীকার
মতলবে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমএ শুক্কুর পাটোয়ারী। ছবি- রেদওয়ান আহমেদ জাকির

চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। জনগণকে সঙ্গে নিয়ে তিনি একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলবেন।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি জনগণের মুক্তি ও পরিবর্তনের অঙ্গীকার। আমরা চাই প্রতিটি মানুষ জানুক—আমরা কেমন বাংলাদেশ গড়তে চাই। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে এবং সেই কার্ডের মালিক হবেন পরিবারের প্রধান মহিলা। এটি হবে নারীর অর্থনৈতিক নিরাপত্তা ও সিদ্ধান্ত গ্রহণের একটি বাস্তব প্রতীক।

দলের এই ঘোষিত রূপরেখা ছড়িয়ে দিতে তিনি নিজেই মাঠে নেমেছেন। দিনের বেলায় হাট-বাজার, চা স্টল, ফুটপাতের পথচারী, রিক্সা-অটোরিক্সা চালক, যাত্রীদের হাতে ও খেলার মাঠে আর রাত হলে ছুটছেন গ্রামেগঞ্জে, মানুষের বাড়ি বাড়ি।শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেলে মতলব দক্ষিণের বরদিয়া, মুন্সীরহাট বাজার ও তৎসংলগ্ন এলাকায় তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ সরকার টিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলমগীর হোসেন রতন, মিজান মাস্টার, মজিবুর রহমান, নাছির বকাউল, মো. নুরুল ইসলাম, মো. দিদার হোসেন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল মাওলা কচি, জেলা যুবদলের সদস্য শাহজাহান সিরাজ, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. শামীম হোসেন মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. জুয়েল হোসাইন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবীর হোসেন বাবু, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাফেল মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শিফাত, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী আহমেদ শাওন প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়