প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২০:২২
কচুয়ায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
৩১ দফার মাধ্যমেই স্বনির্ভর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব
--মোহাম্মদ মোশারফ হোসেন

কচুয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) কচুয়া উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার সাচার, পালাখাল, আকানিয়া ও কচুয়া পৌরসভায় বিভিন্ন শ্রেণি পেশার জনগণের মাঝে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশারফ হোসেন।
|আরো খবর
তিনি বলেন, ৩১ দফার বার্তা জনগণের মাঝে পৌঁছে দিয়ে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ৩১ দফার মাধ্যমেই স্বনির্ভর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠান, সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিব, সদস্য সচিব আমান উল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক প্রধান, ফখরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব অ্যাড. মাসুদ প্রধানিয়া, কৃষকদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান, সাধারণ সম্পাদক গাজী রশিদ, সহ-সভাপতি মেহেদী হাসান জনিসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী সমর্থক লিফলেট বিতরণে অংশগ্রহণ করে।