প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৯:১৬
রাজারগাঁও ইউনিয়নে মহিলা সমাবেশ
আলমগীর কবির

রাজারগাঁও ইউনিয়নে মহিলা সমাবেশে বক্তব্য রাখছেন ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান মো. মফিজুর রহমান। ছবি আলমগীর কবির
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবাবায়ন ও আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাদের করণীয় কী এ ব্যাপারে মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের যৌথ উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মুন্সির পরিচালনায় এবং ছাত্রদলের নেতা মো. মাহবুবুর রহমান বাবুর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি, ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. কামরুজ্জামান নেছার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. বিল্লাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান ঢালী ও বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম রনি। উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. ইউসুফ বেপারী, দেলোয়ার হোসেন বকাউল, মো. আলী কাউসার, মাসুদ শাহ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মহাসিন বকাউল, ছাত্রদলের নেতা মো. রবিউল আউয়াল ও আরিফ খান।