প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০২:৫০
চাঁদপুর জেলা বিএনপির তৃতীয় সাধারণ সভা
প্রধান অতিথি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

আজ শনিবার (৪ অক্টোবর ২০২৫) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপির তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
|আরো খবর
সভাটি সকাল ১০টায় শুরু হবে। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় জেলা বিএনপির কমিটির অন্তর্ভুক্ত সম্মানিত নেতৃবৃন্দ, উপদেষ্টামণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ ও চাঁদপুর জেলার প্রত্যেকটি উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদককে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
ডিসিকে/এমজেডএইচ