শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৬

কচুয়ায় কৃষক দলের পরিচিতি সভা

আলমগীর তালুকদার ॥
কচুয়ায় কৃষক দলের পরিচিতি সভা

কচুয়া উপজেলা কৃষকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) ডাকবাংলো মিলনায়তনে অনুষ্ঠিত এ পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন।

এ সময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে উপজেলা বিএনপির সাথে সমন্বয় করে প্রতিটি গ্রামে ভোট প্রার্থনা করে কৃষক দলের কাজ করতে হবে।

উপজেলা কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফায়েত উল্লাহর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ এনায়েত উল্লাহ খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব মনজুর আহমদ সেলিম, যুগ্ম আহ্বায়ক অ্যাড. মকবুল হোসেন মিয়াজী, পৌর বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিব, সদস্য সচিব আমান উল্লাহ আমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মহিউদ্দিন মজুমদার, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান, সাধারণ সম্পাদক গাজী রশিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়