প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৫:৫৩
মতলব দক্ষিণে বিএনপির ৩১ দফা প্রচারণায় তানভীর হুদা
বিএনপির আন্দোলন জনগণের আন্দোলন, তাদের অধিকার ফিরিয়ে দেয়ার সংগ্রাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে মাঠে নেমেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
|আরো খবর
- সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে চাঁদপুর সদর উপজেলার ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা শুক্রবার
- চাঁদপুর পৌর বিএনপির ১৫টি ওয়ার্ডে সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে জেলা সভাপতির মতবিনিময় সভা
- ছাত্রলীগ কর্মীদের দিয়ে কমিটি করায় মতলব দক্ষিণে কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন
এ সময় তানভীর হুদা বলেন, দেশ আজ এক সংকটময় সময় পার করছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, তা বাস্তবায়ন করলেই মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে, সুশাসন ফিরে আসবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। আমি চাঁদপুর-২ আসনের মানুষকে আশ্বস্ত করতে চাই, আমরা আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনবো এবং মানুষের জীবনমান উন্নত করবো।
তানভীর হুদা আরো বলেন, জনগণ আজ পরিবর্তন চায়। বিএনপির ৩১ দফা কর্মসূচি কোনো রাজনৈতিক কাগজে প্রতিশ্রুতি নয়, বরং এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রূপরেখা। জনগণের সাথে সম্পৃক্ত না হলে কোনো রাজনৈতিক আন্দোলন সফল হয় না। তাই আমরা ঘরে ঘরে যাচ্ছি, মানুষের হাতে হাতে আমাদের কর্মসূচি তুলে দিচ্ছি। বিএনপি‘র এই আন্দোলন জনগণের আন্দোলন, তাদের অধিকার ফিরিয়ে দেয়ার সংগ্রাম।
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে স্লোগান ও প্রচারণার মাধ্যমে জনসাধারণকে যুক্ত করতে আহ্বান জানান।
এই লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, চাঁদপুর জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, উপাদি উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ফরাজী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদউল্লাহ বাবুল, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন মিয়াজী, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মনির হোসেন মৃধা, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন সুমন, মতলব দক্ষিন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিপলু, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলম বাবু, সাবেক যুগ্ন আহ্বায়ক সরোয়ার ফরাজী, সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব সরকার, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল প্রধান, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মহসিন প্রধান, যুবদল নেতা আল-আমিন প্রধান, ইব্রাহিম, নুর মোহাম্মদ মিয়াজী, মোস্তফা মিয়াজী, রবিউল প্রধান, রুবেল প্রধান, সুমন, আল মামুন, জুলহাস, রবিউল, আনোয়ার, মাজহার, বাবলুসহ শত শত নেতাকর্মী।