বুধবার, ০৬ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ২২:৩১

ঝড়বৃষ্টি উপেক্ষা করে ফরিদগঞ্জে বিএনপির বিশাল বিজয় উৎসবে এম এ হান্নান

ফরিদগঞ্জের ঐক্যবদ্ধ বিএনপিকে বিভক্ত করে ফ্যাসিবাদী ফায়দা লুটছে প্রশাসন

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জের ঐক্যবদ্ধ বিএনপিকে বিভক্ত করে ফ্যাসিবাদী ফায়দা লুটছে প্রশাসন

প্রবল ঝড়বৃষ্টি উপেক্ষা করে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় উৎসবে মেতে উঠলো এম এ হান্নানের নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকেলে কালিরবাজার চৌরাস্তা এলাকায় মিছিল শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর জেলা বিএনপির ১নং সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, ফ্যাসিবাদীরা চলে গেলেও এখনো ফরিদগঞ্জে তাদের দোসররা রয়ে গেছে। ফরিদগঞ্জের ঐক্যবদ্ধ বিএনপিকে বিভক্ত করে ফ্যাসিবাদী ফায়দা লুটছে প্রশাসন। আপনারা জানেন, আমার নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি এখনো এক ও ঐক্যবদ্ধ রয়েছে। আজকের সভায় জেলা বিএনপি, মহিলা দল, যুবদল ও ছাত্রদল নেতবৃন্দের উপস্থিতি তার প্রমাণ করে। কিন্তু এতোকিছুর পরও আমাদের নিয়ে ষড়যন্ত্র চলছে। তবে প্রশাসনের লোকজন মনে রাখবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারলে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে। তখন ফরিদগঞ্জের ফ্যাসিবাদীর দোসর প্রশাসনকে অবশ্যই তাদের এই বিষয়ে জবাব দিতে হবে। আমাদের কাছে তাদের বিষয়ে প্রমাণ আছে। আপনারা সাবধান হয়ে যান, বিএনপি কোনো ভুঁইফোড় দল নয়। আপনারা বিএনপিকে নিয়ে খেলা বন্ধ করুন।

এ সময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সেলিম, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, জেলা মহিলা দলের নেত্রী ও পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুস ও মজিবুর রহমান দুলাল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, মহসিন মোল্লা, নজরুল ইসলাম নজু, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুর রহমান পাটোয়ারী, সাধারণ সম্পাদক ছবুর পাটওয়ারী রুবেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান, সাধারণ সম্পাদক দুলাল, পৌর শ্রমিকদলের পিংকু কাজি, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, সাধারণ সম্পাদক আবু ইউসুফ শাওন চৌধুরী, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলু, উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়