বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ২১:৪৪

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা আলহাজ্ব আনোয়ার হোসেন ভুঁইয়া

মুহাম্মদ আরিফ বিল্লাহ।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা আলহাজ্ব আনোয়ার হোসেন ভুঁইয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মতলব দক্ষিণ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন ভুঁইয়াকে কেন্দ্রীয় বিএনপি'র যুগ্ম মহা সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

বুধবার (৩০ জুলাই ২০২৫) বিকেল ৫টায় নারায়ণপুর বাজার ডিগ্রি কলেজ রোডে আনোয়ার হোসেন ভুঁইয়া নিজ অফিস কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানান এবং বহিষ্কারাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী। তিনি দলের দুর্দিনে, আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রতিটি কর্মসূচি সফল করেছেন। দল থেকে তার বহিষ্কারাদেশ বলবৎ রাখলে আবারও দলে দুর্দিন নেমে আসতে বেশি সময় লাগবে না। তিনি সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে মাঠ পর্যায়ে সুষ্ঠু তদন্ত করে পুনর্বিবেচনা করে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করার বিনীত অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ষড়যন্ত্র করে কখনো নেতৃত্বকে মুছে ফেলা যায় না। তিনি রাজপথের লড়াকু সৈনিক। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে মিছিল-মিটিং- সমাবেশে ছিলেন অগ্রভাগে। তিনি আরও বলেন, আমি দুঃসময়ের পরীক্ষিত জাতীয়তাবাদী নেতা, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত নিবেদিতপ্রাণ জননেতা। আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক বহিষ্কারাদেশ জারি করা হয়েছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি ফেসবুকে অনলাইনে বহিষ্কার নোটিস দেখতে পেয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও সহযোগী সংগঠন এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়