প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৩:৫৬
সাংবাদিক আকিবের অসুস্থতার খোঁজখবর নিলেন জামায়াত নেতৃবৃন্দ

অনলাইন নিউজ পোর্টাল ‘চাঁদপুর টাইমস্’-এর প্রতিষ্ঠাতা ও চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতির সভাপতি মুসাদ্দেক আল আকিব গত ক'দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চাঁদপুর শহরের একটি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। তাঁর অসুস্থতার খোঁজখবর নিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ। সোমবার (১৪ জুলাই ২০২৫) সন্ধ্যায় এই সাংবাদিকের খোঁজখবর নেন এবং আল্লাহর কাছে তাঁর রোগমুক্তি কামনা করেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া ও শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সাংবাদিক সমিতির পরিচালনা পর্ষদের সদস্য ও হিলশা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর ছিদ্দিক। সাংবাদিক মুসাদ্দেক আল আকিব তাঁর রোগমুক্তি কামনায় সকলের দোয়া চেয়েছেন।
|আরো খবর
- ইসলামী সমাজ ব্যবস্থার মাধ্যমে জনগণের সকল অধিকার নিশ্চিত হবে : জেলা সেক্রেটারী অ্যাড. মো. শাহজাহান মিয়া
- সকল জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ করবে ---জেলা জামায়াতের আমির
- দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতকে সমর্থন করুন : কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান