প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৪:০১
ফরিদগঞ্জে এনসিপির মতবিনিময় সভা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এনসিপি ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুলাই ২০২৫) সন্ধ্যায় এনসিপির উপজেলা কার্যালয়ে চাঁদপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ও ফরিদগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী দেওয়ান শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার প্রধান সমন্বয়কারী মাহবুব আলম।
|আরো খবর
সভায় বক্তব্য রাখেন এনসিপির উপজেলার যুগ্ম সমন্বয়কারী সৈকত হোসেন আমিন, অ্যাড. আ. জাব্বার, চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্রনেতা আতিক হোসেন, এনসিপির উপজেলা সমন্বয় কমিটির সদস্য জিহাদুল ইসলাম, নুরুজ্জামান রুবেল, রাজিব হোসেন রাজ, মাহমুদুল হাসান, রাকিব পাঠান, উপজেলা এনসিপি নেতা ফারুকুল ইসলাম, আব্দুর রহমান মিয়াজী, জাহিদুল ইসলাম আনোয়ার ও নুর-আলম । সভায় ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।