প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০১:৩৬
আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ
চাঁদপুর শহর জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

|আরো খবর
এই প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয় ৪ জুলাই ২০২৫ (শুক্রবার) সন্ধ্যায় চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ জামায়াত কার্যালয়ে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খান এবং সভা পরিচালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জাকারিয়া মহিউদ্দিন, শহর জামায়াতের নেতা ফারুকুল ইসলাম, অ্যাডভোকেট মামুন মিয়াজী ও গোলাম মাওলা।
সভায় বক্তারা ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
ডিসিকে/এমজেডএইচ