প্রকাশ : ২৭ মে ২০২৫, ২৩:৫৮
আজ ঢাকায় ‘তারুণ্যের সমাবেশ’
চাঁদপুর থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতা-কর্মী যোগ দেবেন

ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বুধবার (২৮ মে ২০২৫) ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে ১৫ লাখ তরুণের জমায়েত আশা করছেন আয়োজকেরা। এই সমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুর জেলা থেকে চাঁদপুর জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ১৫ টি সাংগঠনিক ইউনিট থেকে হাজার হাজার নেতা-কর্মী সেখানে যোগ দিবেন।
দুটি লঞ্চ যোগে চাঁদপুর লঞ্চঘাট থেকে সকাল সাতটায় রওনা হবেন চাঁদপুরের নেতা-কর্মীবৃন্দ। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম ও ঢাকার সমাবেশের জন্যে গঠিত চাঁদপুর টিমের আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল।
নেতৃবৃন্দ জানান, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি জননেতা শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে চাঁদপুর থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মী নদীপথে ঢাকা রওনা হবেন এবং ঢাকার রাজপথে চাঁদপুর জেলার ব্যানারে বিশাল মিছিল করে সমাবেশে সমবেত হবেন।
ইতোমধ্যে সকল আয়োজন এবং ঢাকা যাবার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। কর্মসূচি অনুযায়ী, চারটি বড়ো বিভাগ ও শহরে দু দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করেছেন তারা। এর আগে কুমিল্লা ও চট্টগ্রামে সেমিনার ও সমাবেশ হয়েছে। সর্বশেষ আয়োজন বসছে রাজধানী ঢাকায়। এই আয়োজনে চাঁদপুরের নেতা-কর্মীরা দলে দলে যোগদান করছে।