প্রকাশ : ০২ মে ২০২৫, ২২:১৮
এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা শাখা। শুক্রবার (২ মে ২০২৫) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় নাগরিক পাটি-এনসিপি, চাঁদপুরের নেতা-কর্মীরা। মিছিলটি প্রেসক্লাব সড়ক, কালীবাড়ি, শপথ চত্বর হয়ে ছায়াবাণী মোড়ে গিয়ে শেষ করে সমাবেশের মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে। মিছিলে তাদের স্লোগান ছিল ‘ইনকিলাব ইনকিলাব-জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘দফা এক দাবি এক লীগ নট কাম ব্যাক’, ‘অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘চব্বিশের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘আমার ভাই কবরে, খুনি কেন চেয়ারে’, ‘বিচার বিচার বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালী না রাজপথ-রাজপথ রাজপথ’, ‘আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ’, ‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে’, ‘আওয়ামী লীগের ঠিকানা এ বাংলায় হবে না’, ‘যুবলীগের ঠিকানা এ বাংলায় হবে না’, ‘ছাত্রলীগের ঠিকানা বাংলায় হবে না’, ‘দিয়েছি তো রক্ত আরো দেবো রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’।
বিক্ষোভ মিছিলশেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, সংগঠক আরিফ তালুকদারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি চাঁদপুরের প্রতিনিধিবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এটি হতে দেয়া হবে না। শহিদ ও আহতদের রক্তের দাগ এখনো শুকায়নি। অতি দ্রুত সন্ত্রাসী সংগঠনটির বিচার করতে হবে। দলটিকে নিষিদ্ধ করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, আগে স্বৈরাচারী আওয়ামী লীগের বিচার, সংস্কার, পরে নির্বাচন। আগামী বাংলাদেশ বিনির্মাণে গণঅভ্যুত্থানের ঐক্য ধরে রেখে স্বপ্নের বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। নতুন করে যাতে স্বৈরাচার জন্ম না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে বিচারের আওতায় আনা সম্ভব। নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নির্বাচনে রাখার ষড়যন্ত্র করছে। নির্বাচন কমিশনের নিকট আগামী ১৫ দিনের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানানো হবে। অন্যথায় কঠিন কর্মসূচি গ্রহণের দাবি জানান।
এই বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচির আগে বিকেল তিনটার সময় চাঁদপুর প্রেসক্লাব কনফারেন্স রুমে জাতীয় নাগরিক পার্টি, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে চাঁদপুর জেলা ও উপজেলা জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে ‘চাঁদপুর জাগরণী’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
'তারুণ্যের আলোয় উদ্ভাসিত নতুন' চাঁদপুর এই প্রতিপাদ্যে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি'র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সংগঠক আরিফ তালুকদার, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, এনসিপি, চাঁদপুর প্রতিনিধি নেওয়াজ মোর্শেদ।
উপজেলা প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি চাঁদপুর উপজেলার সজিব, ফরিদগঞ্জের দেওয়ান শরীফ, মতলব দক্ষিণের আলাউদ্দিন, মতলব উত্তরের হেলাল উদ্দিন, শাহরাস্তি উপজেলা নাজমুল শুভ, হাজীগঞ্জ উপজেলার মুহাইমানুল ইসলাম সিফাত, হাইমচর উপজেলার মুকবুল হোসেন, কচুয়া উপজেলার আহমেদ শরীফ।
আলোচনা সভার শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে নিহতের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ২০০০ প্রাণের বিনিময়ে এই বিপ্লব সফল হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশ গড়বে। এনসিপির সাংগঠনিক এই মতবিনিময় সভায় ১টি জেলা কমিটি এবং ৮ উপজেলা কমিটি গঠন আগামী এক মাসের মধ্যে করার সিদ্ধান্ত গ্রহণ হয়। নতুন কমিটি আগাম যাচাই-বাছাই করে সঠিক প্রতিনিধি নির্বাচন করে চাঁদপুর এনসিপির শক্ত ঘাঁটি তৈরি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো সংগঠন ও প্রতিনিধি নির্বাচনের দাবি জানান।