প্রকাশ : ০১ মে ২০২৫, ১৬:৫৯
বিএনপি নেতা মক্কু ছৈয়ালের মেয়ের বিয়েতে শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সহিদুল ইসলাম মক্কু ছৈয়ালের একমাত্র কন্যা শারমিন ইসলাম মুন্নির শুভ বিবাহোত্তর অনুষ্ঠান বৃহস্পতিবার (১ মে ২০২৫) দুপুরে পুরাণ বাজার লোহারপুল পশ্চিম শ্রীরামদী চাঁদপুর পৌরসভার প্রাক্তন কমিশনার মরহুম আব্দুর রশিদ ছৈয়াল সাহেবের বাড়িতে অনুষ্ঠিত হয়। এই বিবাহ অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপির প্রবীণ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান,খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেন মাঝি, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আ. কাদের বেপারী, বিএনপি নেতা ব্যারিস্টার জহির উদ্দিন বাবর, জেলা যুবদলের সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা উপস্থিত ছিলেন।
এছাড়াও চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শোয়ায়েব, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুরুব্বিগণ ও সর্বস্তরের
দাওয়াতি মেহমানরা উপস্থিত ছিলেন ।
এদিন দুপুর একটার পর দাওয়াতি এবং বরপক্ষের মেহমানদের স্বাগত জানান কনের পিতা সহিদুল ইসলাম মক্কু ছৈয়াল, চাচা জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কামরুল ইসলাম, সাইফুল ইসলামসহ ঐতিহ্যবাহী ছৈয়াল বাড়ির সদস্যবৃন্দ।
উল্লেখ্য, চাঁদপুর শহরের পরিচিত মুখ পুরাণ বাজার লোহারপুল এলাকা নিবাসী
মো. সহিদুল ইসলাম মক্কু ছৈয়াল ও মিসেস পারুল বেগমের একমাত্র কন্যা শারমিন ইসলাম মুন্নির সাথে হাইমচরের ভিঙ্গুলিয়া বাংলাবাজার এলাকার ব্যবসায়ী মো. শাহজাহান ভূঁইয়ার তৃতীয় ছেলে মো. সোহাগ ভূঁইয়া সবুজের শুভ বিবাহ সম্পন্ন হয়। এ উপলক্ষে জাঁকজমক ও বর্ণিল আয়োজন ছিলো কনের পক্ষের। অনুষ্ঠানে মেহমানদের উপস্থিতি ছিলো ব্যাপক।