বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪৩

যুক্তরাজ্যে এনসিপির আত্মপ্রকাশ ও পরিচিতি সভা

অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যে এনসিপির আত্মপ্রকাশ ও পরিচিতি সভা

যুক্তরাজ্যে রোববার (২৭ এপ্রিল ২০২৫) লন্ডনে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) ইউ কে শাখার সফল আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে । এতে রাষ্ট্র মেরামতে উল্লেখযোগ্য সংস্কার, আওয়ামীলীগ নিষিদ্ধের দাবি সহ ফ্যাসিবাদের বিরুদ্ধে একাট্টা অবস্থান নিয়ে গত ২৪শের জুলাই- আগস্ট খুনিদের চিহ্নিতকরণ, ১৬ বছরের গুম খুন নির্যাতন- নিপীড়ন, আয়না ঘর, বিডিআর হত্যা, মিথ্যা মামলা, হয়রানি, অর্থ পাচার লুটের সাথে সংশ্লিষ্টদের বিচার দাবি করা হয়েছে।

বাংলাদশের বাইরে এই প্রথম ইউরোপের দেশ যুক্তরাজ্যের লন্ডন শহরের বাঙালি অধ্যুষিত হোয়াইটচ্যাপেল স্থানীয় রেস্তোরাঁয় বিকেল ৫ টায় যুক্তরাজ্যে জাতীয় নাগরিক পার্টি ইউ কে এনসিপির ব্যানারে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এন সি পি সদস্য মাহাবুবুল আলমের স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে এবং মাহমুদ রহমান ইকবালের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ব্রিটিশ রাজনীতিবিদ অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন টিটো। দেশের সার্বিক বিষয় নিয়ে ২৪-এর জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশ বিনির্মাণে আগত সদস্যরা আওয়ামীলীগ নিষিদ্ধের দাবি সহ ফ্যাসিবাদের বিরুদ্ধে একাট্টা অবস্থান নিয়ে গত ১৬ বছরের গুম খুন নির্যাতন নিপীড়নের বর্ণনা দিয়ে সবাই নিজস্ব মতামত ও বক্তব্য তুলে ধরেন l

লন্ডনে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সম্মুখ সারির ছাত্রনেতা এন সি পি সদস্য উদীয়মান তরুণ রাজনীতিবিদ মাহাবুব আলম তাঁর স্বাগত বক্তব্যে যুক্তরাজ্যে বিভিন্ন শহরে ভিন্ন গ্রুপে বিভক্তদের একই ব্যানারে কাজ করতে অনুরোধ করে প্রবাসে একটি শক্তিশালী রাজনৈতিক সহাবস্থান তৈরি করার প্রত্যয় জানালে সভায় আগত বক্তারা সম্মতি প্রকাশ করেন।

সঞ্চালক বিশিষ্ট সমাজসেবক এন সি পি সদস্য মাহমুদুর রহমান তাঁর বক্তব্যে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ হাই কমিশন লন্ডন অফিসে স্মারকলিপি পেশ সহ এন সি পি-ব্রিটিশ বাংলা কমিউনিটিতে সংযোগ স্থাপন করার উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান বক্তা অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন টিটো জুলাই-আগস্টকে ধারণ করে প্রবাসে বাংলা কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে এন সিপির সদস্য হয়ে কাজ করা ও গত ১৬ বছরের গুম খুন নির্যাতন নীপীড়ন, আয়না ঘর, বিডিআর হত্যা, মিথ্যা মামলা, হয়রানি হামালা, অর্থ পাচার লুটের সাথে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।

উক্ত পরিচিতি সভায় জ্ঞানগর্ভ আলোচনা করেন এন সি পি সদস্য খালেদ মাহমুদ সুজন ।

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন শহর ও লন্ডনের বিভিন্ন বারা থেকে সভায় সশরীরে উপস্থিত হয়ে নিজস্ব মতামত তুলে ধরতে পেরে নিজেদেরকে ধন্য মনে করেন। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন এন সি পি সদস্য মীর হোসেন, ছাত্রনেতা পলাশ, সাইদুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল ইসলাম, হাসনাইন আহম্মেদ, ফয়সল আহম্মেদ, শহীদ মিয়া, তাহমিনা খুশবা, আল মামুন, বুলবুল আহম্মেদ, তৌফিকুল ইসলাম, মোকাররম হোসেন, মোহাম্মদ শরীফুল আলম, মাহাবুবুর রহমান ফাহিম, তাসিন আহম্মেদ, মাক্সুদুল হক, ফয়সল উদ্দিন, মাহফুজুর রহমান, আহীয়ান রাহিব, আল শাহরিয়ার প্রমুখ।

যুক্তরাজ্যে জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) ইউ কে শাখার পরিচিতি সভা শেষে আগতদের রাতের ডিনার ও চা চক্র শেষে আগামীতে কেন্দ্র এবং যুক্তরাজ্য ইউরোপের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সাথে মতামতের মাধ্যমে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিকে ত্বরান্বিত করতে সভা সমাবেশ আহ্বান জানালে সবাইকে একতাবদ্ধভাবে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে আগতদের ধন্যবাদ জানিয়ে সমাপ্ত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়