প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ২০:৪৪
ব্যতিক্রম আয়োজনে নববর্ষ উদযাপন
আমাদের লক্ষ্য সাধারণ মানুষের কল্যাণে কাজ করা
---------------------------মো. রাফিউস সাহাদাত ওয়াসিম পাটওয়ারী

চাঁদপুরে ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাফিউস সাহাদাত ওয়াসিম পাটওয়ারী। এ উপলক্ষে পয়লা বৈশাখ সোমবার (১৪ এপ্রিল ২০২৫) দুপুরে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। চাঁদপুর শহরের ১১নং ওয়ার্ডস্থ তার নিজ বাসভবনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে তিনি বাংলা নববর্ষ উপলক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর চাঁদপুর পৌর এলাকার শতাধিক দরিদ্র মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় এবং মিষ্টিমুখ করানো শেষে খাদ্য সামগ্রী উপহার দেন।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. রাফিউস সাহাদাত ওয়াসিম পাটওয়ারী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আমৃত্যু লড়াই করেছেন। সেই বাংলাদেশের সকল মানুষ সমানভাবে বেঁচে থাকার অধিকার পাবে। জিয়াউর রহমান এদেশের বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা। শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া বাকশাল থেকে তিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন।
তিনি আরো বলেন, বাঙালি জীবনের অসাম্প্রদায়িক এবং সর্বজনীন একটি উৎসব হলো পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ তথা বর্ষবরণ আমাদের বাঙালি সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যকে ধারণ এবং লালন করছে। এই দিনটি পুরো বাঙালি জাতি আনন্দ উৎসবের সাথে পালন করে। অথচ এমন দিনেও আমাদের প্রতিবেশী অনেকেই ভালো খাবার খেতে পারেন না। পহেলা বৈশাখে কেউ ভালো খাবার খাবো, আর তার প্রতিবেশী না খেয়ে থাকবে, তাহলে এইদিনের কোনো সার্থকতা থাকে না। এজন্যেই আমি আমার সাধ্যমতো অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিয়ে নববর্ষ পালন করছি। পহেলা বৈশাখে আমাদের লক্ষ্য সাধারণ মানুষের কল্যাণে কাজ করা।