প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ২১:১৮
মতলব উত্তরে বিএনপির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

'নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি,/ জরাজীর্ণতা, সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি' শ্লোগান নিয়ে মতলব উত্তর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল ২০২৫) বিকেলে মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের বদরপুরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা সরকার, যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, আবদুল মান্নান, ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ নেতৃবৃন্দ।