বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ২০:৪১

সভাপতি তোফায়েল আহমদ, সেক্রেটারি মাও. আবুল কালাম আযাদ

সংস্কারের মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করে নিৰ্বাচন দিতে হবে : মুনতাসির আলী

খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার শূরা অধিবেশনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব
সংবাদ বিজ্ঞপ্তি

সোমবার (১৪ এপ্রিল ২০২৫) চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার শূরা অধিবেশন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও পরিপূর্ণ শৃঙ্খলার মাধ্যমে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে সর্বসম্মতভাবে তোফায়েল আহমদকে সভাপতি ও মাওলানা আবুল কালাম আযাদকে সেক্রেটারি হিসেবে পুনঃ নির্বাচিত করা হয়।

প্রথম অধিবেশনে শাখা সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নিৰ্বাচন কাৰ্যক্রম পরিচালনা করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মুনতাসির আলী।

তিনি তাঁর বক্তব্যে পরিষ্কারভাবে বলেন, সংস্কার হচ্ছে জুলাই বিপ্লবের চেতনা। জাতি আর পূর্বের মতো ভারত তোষণ রাজনীতি ও দুৰ্নীতিবাজদেরকে রাজনীতিতে ও ক্ষমতায় দেখতে চায় না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ- সাংগঠনিক বিষয়ক সম্পাদক ডা. বোরহান উদ্দীন সিদ্দিকী। শাখা সেক্রেটারি মাও. আবুল কালাম আযাদের পরিচালনায় দারসে কুরআন পেশ করেন জেলা শাখার সহ-সভাপতি মাও. ইব্রাহীম খলীল।

নবনির্বাচিত নেতৃবৃন্দ খেলাফত প্রতিষ্ঠার পথকে আরও গতিশীল করতে ঐক্য, আদর্শ ও আমানতের ভিত্তিতে সংগঠনের কার্যক্রম জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

অধিবেশনে জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধি, শাখা সভাপতি,সেক্রেটারি ও প্রবীণ মুরুব্বীরা অংশগ্রহণ করেন।

আলোচনা পর্বে দেশ, জাতি ও উম্মাহর সংকট উত্তরণের পথ হিসেবে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয় এবং দলীয় সাংগঠনিক পরিকল্পনা প্রণয়ন করা হয়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি যথাক্রমে মাও. হাবীবুর রহমান, মাও. ইব্রাহীম খলীল, মাও. ইমরান হোসাইন, মাও. ক্বারী ইয়াসীন, সহ- সাধারণ সম্পাদক যথাক্রমে ফারুক মুহাম্মদ নোয়াইম, মনির হোসাইন শিপন, মাও. কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাও. কবির হোসাইন, বায়তুল মাল সম্পাদক আবু শাফায়াত, ছাত্রকল্যাণ সম্পাদক আবু তাফহীম, সমাজকল্যাণ সম্পাদক মাও. মাহমুদুল হাসান, যুব বিষয়ক সম্পাদক মু. সেলিম রেজা, উলামা বিষয়ক সম্পাদক মাও. জসীমউদ্দীন মাহদী, সদস্য যথাক্রমে মাও. শরীফ হান্নান, সুলতান আহমদ, মাও. রফিকুল ইসলাম, মাও. মিজানুর রহমান, আবু বকর খান ও দুজন মহিলা সম্পাদিকা।

পরিশেষে দেশ ও মুসলিম জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়