প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ২২:৪৩
ফ্যাসিবাদীদের রুখতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে
-----স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর সভাপতি শেখ ফরিদ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেন বলেছেন, ফ্যাসিবাদ আবারো নানাভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে হলে আমাদের সকলের পূর্বের ন্যায় মাঠে থাকতে হবে। অর্থাৎ ফ্যাসিবাদীদের রুখতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত ১৭ বছর ধরে আমাদের শক্তির প্রতীক আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নিজের জীবনকে তুচ্ছ করে ওই পরাজিত শক্তি আওয়ামী লীগের ফাঁদে পা দেননি। একইভাবে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে আমাদের আরেক শক্তি, তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃঢ় মনোভাব এবং নির্দেশনার কারণে আমরা সফল হতে পেরেছি। তাই আগামী দিনগুলোতে যাতে আমরা সকলে মিলে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারি সেজন্যে আমাদের আরো বেশি কাজ করতে হবে। তবেই বিএনপির রাজনীতিতে সুদিন আসবে।
শুক্রবার (২৮ মার্চ ২০২৫) সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের দিগদাইর গ্রামে নিজের গ্রামের বাড়িতে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের জন্যে আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।
তিনি ফরিদগঞ্জ উপজেলার সর্বস্তরের বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, এই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিগত ১৭ বছরে ফ্যাসিবাদীদের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। এখনো তারা নির্যাতনের বিভীষিকাময় চিহ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এসব ভুলে যাওয়ার একমাত্র মাধ্যম আমাদের ঐক্যবদ্ধতা। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সুদৃঢ় ঘাঁটি, আগামী নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমেই এর প্রমাণ দিতে হবে। তাই ঐক্যবদ্ধের বিকল্প নেই।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক সম্পাদক তছলিম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, ফারুক আহমেদ খান, মহসিন মোল্লা, মাসুদ আলম, সুুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটওয়ারী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা যুবদল নেতা ফজলুর রহমান, সোহেল খান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ, মো. আলী মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, সদস্য সচিব শাওন চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব শিবলু, সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমান হোসেন প্রমুখ।