প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১০
চাঁদপুরে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন ও অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
|আরো খবর
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) সকালে চাঁদপুর জেলা ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর সরকারি কলেজ ও চাঁদপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা ছাত্রদল নেতৃবৃন্দ ।
এর আগে চাঁদপুর শহরের রাজু চত্বর থেকে একটি মিছিল বের হয়ে চাঁদপুর সরকারি কলেজের প্রশাসনিক ভবন সড়ক প্রদক্ষিণ করে অধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। সেখান থেকে পুনরায় মিছিল করে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমানের কাছে একই দাবিতে স্মারকলিপি দেন।
মিছিলে জেলা, পৌর, উপজেলা এবং কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। কর্মসূচি শেষে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, মেহেদী হাসান শাকিল, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালী, চাঁসক শাখা ছাত্রদলের সভাপতি সোহেল গাজী প্রমুখ।
এ সময় ছাত্রদল নেত্রী রুমা আক্তার, মাহমুদা, জান্নাত, শারমিন, জান্নাত আরাসহ ছাত্রদলের কলেজ শাখা নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগেছে। গণঅভ্যুত্থানের পরেও ছাত্রলীগ বিভিন্ন কৌশল অবলম্বন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে বক্তারা অভিযোগ করেন।
তারা অবিলম্বে ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী ও জুলাই আন্দোলনের গণহত্যার সাথে জড়িতদের বিচারের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে চাঁদপুরে ছাত্রলীগ পুনরায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দেন ছাত্রদলের নেতারা।
ছবি ক্যাপশনঃ চাঁদপুরে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে বক্তব্য রাখছেন জেলা সভাপতি ইমান হোসেন গাজী। পাশে চাঁদপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান করছেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী সহ নেতৃবৃন্দ।