সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২১:২৪

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫

বিএনপি প্যানেলকে জয়ী ঘোষণা নির্বাচন কমিশনের

আদালত প্রতিবেদক
বিএনপি প্যানেলকে জয়ী ঘোষণা নির্বাচন কমিশনের
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫-এর নির্বাচনে সমমনা আইনজীবী ঐক্য (বিএনপি) প্যানেলকে বিজয়ী ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. এএনএম মাইনুল ইসলাম।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সমমনা আইনজীবী ঐক্য (বিএনপি) প্যানেলকে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই প্যানেলের বাবর বেপারী-জসিম মেহেদী-আতিক প্যানেলের ১৫জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

রোববার (১৯ জানুয়ারি ২০২৫) বিকেলে জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এএনএম মাইনুল ইসলাম উপস্থিত আইনজীবীদের সামনে নির্বাচিত কমিটি ঘোষণা দেন। এ সময় তাঁর সাথে ছিলেন সহকারী নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির জুনিয়র সহ-সভাপতি অ্যাড. শাহজাহান আখন্দ ও সহকারী নির্বাচন কমিশনার ও যুগ্ম সম্পাদক অ্যাড. শরীফ মাহমুদ সায়েম।

নির্বাচনের তফসিল অনুযায়ী রোববার ছিলো আপত্তি দাখিল ও আপত্তি শুনানি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। নিদিষ্ট সময় পর্যন্ত কোনো প্রার্থী প্রত্যাহার না করায় প্রধান নির্বাচন কমিশনার দাখিলকৃত সমমনা প্যানেলের প্রার্থীদের বিজয়ী বলে ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম, সমিতির নবাগত সভাপতি অ্যাড. বাবর বেপারী (জহিরউদ্দিন), সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন (মেহেদী হাসান), জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এজেডএম রফিকুল হাসান রীপন, সিনিয়র আইনজীবী অ্যড. নুরুল আমিন দেওয়ান, অ্যাড. তৌহিদুল ইসলাম তরুণ, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, সমিতির সদস্য অ্যাড. শাহজালাল (সাব্বির), অ্যাড. কামরুল হাসান প্রধান ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়