শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ২১:৩৬

চাঁদপুর সদর ও হাইমচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট একযোগে বিতরণ আজ ও কাল

অনলাইন ডেস্ক
চাঁদপুর সদর ও হাইমচরে তারেক রহমানের ৩১ দফার  লিফলেট একযোগে  বিতরণ আজ ও কাল

আজ শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) বিকেলে চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নে এবং আগামীকাল শনিবার (১১ জানুয়ারি ২০২৫) হাইমচর উপজেলার ছয়টি ইউনিয়নে একযোগে তারেক রহমানের দেয়া রাষ্ট্র মেরামতে ৩১ দফার লিফলেট একযোগে বিতরণ করবেন চাঁদপুর জেলা বিএনপির নেতারা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই লিফলেট বিতরণ করা হবে চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায়।

ইতোমধ্যে প্রস্তুতি সভা করে জেলার নেতারা পৌরসভার কে কোন্ ওয়ার্ডে এবং কোন্ ইউনিয়নে লিফলেট বিতরণে উপস্থিত থাকবেন তা নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক আজ শুক্রবার পৌরসভার ১৫নং ওয়ার্ডে, ৭নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, ১৩নং ওয়ার্ডে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, বিষ্ণুপুর ও আশিকাটি ইউনিয়নে জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামানসহ অন্য নেতৃবৃন্দ ওয়ার্ড ও ইউনিয়নে সফর করে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে এই লিফলেট বিতরণ করবেন।

বৃহস্পতিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপির সূত্রে জানা গেছে, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে সারাদেশে প্রচারাভিযান চালাচ্ছে দলটি। মাঠ পর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে এ প্রচার কর্মসূচি চলছে। এর আগে প্রচারাভিযানের জন্যে সারাদেশের নেতা-কর্মীদের পারদর্শী করে তোলার লক্ষ্যে কর্মশালার উদ্যোগ নেয় দলটি।

৩১ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক ‘রেইনবো নেশন’ (সমন্বিত রাষ্ট্রসত্তা) প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন, নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, সংস্কার প্রস্তাবে আইন সভায় উচ্চ কক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন প্রভৃতি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়