প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৬
কচুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি কার্যক্রম
কচুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ২১ ডিসেম্বর কচুয়ায় কর্মী সম্মেলন উপলক্ষে কচুয়া পৌর বাজারের বিভিন্ন স্থানে জনগণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত থেকে দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, কচুয়া শাখার আমীর অ্যাড.আবু তাহের মেজবাহ, পৌর আমীর আমিনুল ইসলাম আজহারী, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, বায়তুল মাল সম্পাদক মো. জাকির হোসেন বিএসসি, পৌর সেক্রেটারী মনির হোসেন সাইদ, কচুয়া উত্তর ইউনিয়নের সভাপতি অধ্যাপক এমদাদ উল্যাহসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের কর্মীগণ ।
উল্লেখ্য, ২১ ডিসেম্বর কচুয়া উপজেলার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।