প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২২
চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাঠানপাড়া এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা মো. হারুনুর রশিদের বাড়ির সামনে একটি দেয়ালে ‘জয় বাংলা’ লেখা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি মুন্সি নজরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
|আরো খবর
রোববার (১৫ ডিসেম্বর) রাতে পাঠানপাড়া এলাকার একটি সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি রইস উদ্দিন। তবে ওসি জানান, ‘জয় বাংলা’ লেখার অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হয়নি। নজরুল ইসলাম সুজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে বিএনপি নেতা হারুনুর রশিদ সোমবার বিজয় র্যালি শেষে এক পথসভায় বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা শহীদ মিনার ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অপবিত্র করছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ ধ্বংসের দিকে যাচ্ছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে তাদের বিচার বাংলার মাটিতে করতে হবে।”
এদিকে, স্বেচ্ছাসেবক লীগের এই নেতার গ্রেপ্তারের ঘটনা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। এর আগে চাঁপাইনবাবগঞ্জে পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুঁই আক্তারও গ্রেপ্তার হন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।