প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৬
ফরিদগঞ্জ থানার ওসির সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময়
১০ ডিসেম্বর খেলাফত মজলিসের নেতৃবৃন্দ ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলমের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় উভয়পক্ষ ফরিদগঞ্জ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে আলোচনা করেন। খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাও. আবুল কালাম আযাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মাও. কবির আহমদ, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মাও. আব্দুর রহমান, সেক্রেটারি হাফেজ আ. রহমান, ফাহাদ আলী, হাফেজ মুহা. শামীম, ফরিদ হোসাইন প্রমুখ। আলোচনায় স্থানীয় ও জাতীয় রাজনীতিতে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। বিভেদ নিরসনে সকল পক্ষকে কাজ করার আহ্বান জানানো হয়। ফরিদগঞ্জ এলাকায় মাদকের বিস্তার রোধে উভয়পক্ষ একমত হন। মাদকাসক্তি দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির জন্যে একযোগে কাজ করার সিদ্ধান্ত হয়। এছাড়া শহরের যানজট নিরসনে কার্যকর ব্যবস্থাগ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বিশেষত পয়েন্টগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ আরও কার্যকর করার প্রস্তাবনা প্রদান করা হয়। স্থানীয় ছাত্রসমাজ এবং জনসাধারণের ন্যায্য দাবি ও আশা পূরণের লক্ষ্যে প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে একসাথে কাজ করার তাগিদ দেওয়া হয়। সভাশেষে উভয় পক্ষ এলাকার শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।