প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ২১:০৫
রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় নেতা-কর্মীদের ঢল
রাজরাজেশ্বরে স্থায়ীভাবে নদী ভাঙ্গন রোধ করা সম্ভব: শেখ ফরিদ আহমেদ মানিক
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, একমাত্র বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ক্ষমতায় আসলে রাজরাজেশ্বরে স্থায়ীভাবে নদী ভাঙ্গন রোধ করা সম্ভব। কারণ এই এলাকা পর্যটনের জন্য সম্ভাবনাময় এলাকা। বিএনপি যদি ক্ষমতায় আসে এই রাজরাজেশ্বর হবে পর্যটন এলাকা। আর তখনই নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।
|আরো খবর
গতকাল ৩০ নভেম্বর শনিবার বিকেলে রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, এই ইউনিয়ন বিএনপির ঘাঁটি। এখানে আমাদের যে ভোট ব্যাংক ছিলো তা পুনরুদ্ধার করতে হবে। আজকে আপনারা সেই সম্মান রাখতে পারেননি। যারা এখানে বিশৃঙ্খলা করেছেন তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আমি আমাদের নেতা তারেক রহমানকে বলেছি আমার একটি ইউনিয়ন আছে যেখানে ৯০ ভাগ জেলে। তিনি আমাকে বলেছেন, আপনাদের সাথে মতবিনিময় করবেন।
তিনি আরো বলেন, গত পনের বছর এই রাজরাজেশ্বরে কোন উন্নয়ন কাজ হয় নাই শুধু লুটপাট হয়েছে। আমরা বিগত দিন আন্দোলন সংগ্রাম করেছি তত্ত্বাবধায়ক সরকারের অধিনে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। এখন আমাদের সেই সুযোগ এসেছে। প্রশাসন থেকে আমাকে কল করে বলে এই এলাকায় ফ্যাসিবাদের দোসররা নাকি লুকিয়ে থাকে। এরা কারা এদের তালিকা করে আমাকে দিবেন। আমি জানতে চাই কারা এই ফ্যাসিবাদদের আশ্রয়-প্রশ্রয় দেয়। এখানে আপনারা বেশির ভাগই জেলে। আপনাদেরকে যদি প্রশাসন অন্যায় ভাবে হয়রানি করে তাহলে সেই প্রশাসন ফ্যাসিবাদের দোসর। আমি অবশ্যই খোঁজ নেবো যাতে আপনারা অন্যায়ভাবে হয়রানি না হন। তবে আপনাদেরকে আইন মানতে হবে।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাশেমের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মোশাররফ হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সাগর, দপ্তর শরীফ আহমেদ খান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন, সদর উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনা আক্তার, সাধারণ সম্পাদক নাছরিন রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, জেদ্দা মহানগর যুবদলের সভাপতি সোলায়মান ভুট্টো, রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি কবির হোসেন চোকদার, রমজান প্রধানিয়া, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদসহ রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, শ্রমিকদল কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।
এদিন রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের এই মতবিনিময় সভাকে ঘিরে অনুষ্ঠানস্থলে নেতা-কর্মীদের ঢল নেমেছিলো। চরাঞ্চলের বিভিন্ন ওয়ার্ড থেকে তারা ট্রলার নৌকায় চড়ে বাদ্যযন্ত্রের তালে তালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদের মাঠে উপস্থিত হয়।
৫ আগস্ট পটপরিবর্তনের পর বিএনপির ধানের শীষের ঘাঁটি হিসেবে পরিচিত রাজরাজেশ্বর ইউনিয়নে এটাই ছিলো বিএনপির বড় ধরনের সমাবেশ। দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার জন্য মতবিনিময় সভার আয়োজন হলেও সেটা পরিণত হয় জনসভায়। বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষের উপস্থিতি ছিল বেশ। একটি সফল মিটিং করায় এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।