রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩১

চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ

শাহরাস্তিতে জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার

শাহরাস্তিতে জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার
শাহরাস্তি ব্যুরো

শাহরাস্তিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চাঁদপুর  জেলা শাখার যুগ্ম সম্পাদক ইমরান মনির (৩১)কে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ।

 ২৯ নভেম্বর শুক্রবার রাত সাড়ে দশটায়  মেহের কালীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় নেয়া হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করেন।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাসার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ভূমিকা রাখার অভিযোগে  ইমরান মনিরকে আটক করা হয়েছে। তিনি শাহরাস্তি পৌরসভার নিজমেহের মোল্লা বাড়ির আ. মমিন মোল্লার ছেলে । আটককৃতকে থানায় নেয়ার পর তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। পরবর্তীতে শাহরাস্তি থানা পুলিশ তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত মেডিকেল অফিসার ডা. মো. ফারুক হোসেন জানান, রাত ১২ টা ১৫ মিনিটে  বুকের ব্যথা ও শ্বাসকষ্টের  সমস্যা নিয়ে  ইমরান মনিরকে থানা পুলিশের একটি দল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ।  তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্যে প্রেরণ করা হয়েছে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়