শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ২০:০০

ফরিদগঞ্জে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মোবাইল-টাকা ছিনতাইয়ের মামলা

ফরিদগঞ্জে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মোবাইল-টাকা ছিনতাইয়ের মামলা
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জ উপজেলার পৌর বিএনপির আহ্বায়কসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৫ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব মোরশেদ কচি গত বৃহস্পতিবার এই মামলা করেন বলে পুলিশ নিশ্চিত করেছেন।

জানা গেছে, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির এডহক কমিটিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র গত ১৭ নভেম্বর উপজেলা পরিষদ গেইটের সামনে মাহবুব মোরশেদ কচি প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হন। এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনার ৪ দিন পর থানায় মামলা দায়ের হয়। মামলায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেনসহ ২৫ জন ও আরো অজ্ঞাত লোককে আসামী করা হয়।

মামলার অভিযোগে সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের গেইটের সামনে হামলার শিকার হন মাহবুব মোরশেদ কচি। হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা ও ১ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের আইফোন ব্র্যান্ডের একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। এ সময় বেদম মারধর করে তার পরিধানের কাপড়-চোপড় ছিঁড়ে ফেলেন তারা।

কচি অভিযোগ করেন, গত ৬ নভেম্বর আমাকে গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি করে প্রজ্ঞাপন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর থেকেই উল্লেখিত অভিযুক্তরা আমার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ার কারণে আমার ওপর হামলা করা হয়।

মামলায় অভিযুক্ত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ বলেন, মামলার বিষয়টি জানতে পেরেছি, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলা। ফরিদগঞ্জে মাহবুব মোরশেদ কচি গং চক্র মেতে উঠেছে বিএনপি ও যুবদলের ত্যাগী নেতা-কর্মীদের হয়রানির উদ্দেশ্যে। তাই তারা ষড়যন্ত্রমূলক ঘটনা রচনা করে এ মামলা দায়ের করেছে।

এ বিষয়ে অভিযুক্ত পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, কচির ওপর কে বা কারা হামলা করেছে তা জানি না। তবে ওই ব্যক্তির সঙ্গে ঘটনার দিন উপস্থিত অনেকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফরিদগঞ্জ গল্লাক আদর্শ কলেজের এডহক কমিটির সভাপতি পদে মনোনয়ন দেয় বিএনপি নেতা সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের অনুসারী যুবদল নেতা ও ব্যবসায়ী মাহবুব মোর্শেদ কচিকে। তবে তার এই পদের বিরুদ্ধে উঠে পড়ে লাগেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানের অনুসারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ও তার সমর্থকরা। এই নিয়ে গত ক’দিন উত্তেজনার পর গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই কমিটি ঘোষণার পরিপত্রটি আপাত স্থগিত করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়