রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১৯:৪৮

রাজারগাঁও ইসলামী আন্দোলনের গণসমাবেশ

আলমগীর কবির
রাজারগাঁও ইসলামী আন্দোলনের গণসমাবেশ

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি কারী আবুল হাশেম বেপারীর সভাপতিত্বে ও ইসলামী আন্দোলনের কর্মী মোঃ শরিফুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বলেন, ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক হারে জাতীয় নির্বাচন, ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হচ্ছে আমাদের দাবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা ইসলামী আন্দোলনের প্রধান উপদেষ্টা নওমুসলিম মাওলানা ডা. মো. সিরাজুল ইসলাম সিরাজী, হাজীগঞ্জ উপজেলা দাওয়া ও প্রচার সম্পাদক মোহাম্মদ কামাল গাজী, হাজীগঞ্জ উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ ইমরান মাজহারী, হাজীগঞ্জ উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন নিপু, রাজারগাঁও ইউনিয়ন ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মুফতি মাজহারুল ইসলাম রাজী, পূর্ব রাজারগাঁও তাহফিজুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা নজরুল ইসলাম সামছী, রাজারগাঁও ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ হাবিবুর রহমান চাঁদপুরী, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম। সমাবেশে ইউনিয়ন ইসলামী আন্দোলনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়