প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ২০:১৮
ফরিদগঞ্জে ইউনিয়ন বিএনপির সমাবেশে এমএ হান্নান
একজন ছাড়া দল যাকেই মনোনয়ন দিবে আমি তার জন্যে কাজ করবো
সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ফরিদগঞ্জে গণসমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শনিবার (১৬ নভেম্বর) উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান। তিনি বলেন, একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ বিনির্মাণে আমরা যারা বিএনপি করি তাদের সকলকে এক ও ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধতা যতো সুদৃঢ় হবে, বিএনপি ততো শক্তিশালী হবে ও এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে যাবে। ফরিদগঞ্জকে আমরা সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে চাই। অপকর্মকারী কারোরই বিএনপিতে ঠাঁই হবে না। তাই যারা বিএনপির মূল স্রোতের বাইরে রয়েছেন, তারা আমাদের সাথে আসুন। একসাথে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করি। আমি জনপ্রতিনিধি হওয়ার জন্যে রাজনীতি করি না। যদি করতাম, তাহলে আরো আগেই তা হতে পারতাম। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি বলেই বিএনপির পতাকাতলে রয়েছি।
|আরো খবর
এমএ হান্নান বলেন, আগামী নির্বাচনে ফরিদগঞ্জ আসন থেকে একজন ছাড়া দল যাকেই মনোনয়ন দিবে আমি তার জন্যে কাজ করবো-- আজকের এই বিশাল সমাবেশে আপনাদের কথা দিলাম।
সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদ মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ খন্দকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাড. নাহিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ।
এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন, আবু জাফর মো. খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম, মাসুদ আলম, মহসীন মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন প্রমুখ।
আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য লোকমান হোসেন দর্জি, উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন তপাদার, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নূরের রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ খান, কাজী ইকবাল হোসেন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান খান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাসনাত নয়ন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত পাটোয়ারী প্রমুখ।