শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১৮:৪৪

মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে : তানভীর হুদা

মাহবুব আলম লাভলু
অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে : তানভীর হুদা
মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, দীর্ঘ ১৮টি বছর স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের গুম-খুন করে বাকরুদ্ধ করে রেখেছিলেন। পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা থেমে নেই। তারা নানা ষড়যন্ত্র করছে। তাদের মোকাবিলা করতে হবে। এ জন্যে আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। কিন্তু তার ষড়যন্ত্র থেমে নেই। অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পতিত শেখ হাসিনা সরকার বাংলাদেশ রাষ্ট্র কাঠামোকে ভেঙ্গে চুরমার করে ফেলেছে। এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হলে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ধাপে ধাপে করতে হবে।

তানভীর হুদা বলেন, বিএনপি দিনের ভোট রাতে চায় না, বিএনপি বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন চায় না। বিএনপি ও তারেক রহমান চায়, আমার ভোট আমি দেবো।

মতলব উত্তর উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূইয়া প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, বিএনপি নেতা আলাউদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মোল্লা, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়