বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ২০:৩৭

আওয়ামী লীগ গোটা রাষ্ট্র ব্যবস্থাকে ভুল পথে নিয়ে গিয়েছিল

----------------বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন

ফরিদগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগ গোটা রাষ্ট্র ব্যবস্থাকে ভুল পথে নিয়ে গিয়েছিল
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী।

মেধাবীদের হাত ধরে পৃথিবী এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। মনে রাখতে হবে, ভালো শিক্ষার্থীর পাশাপাশি আমাদের ভালো মানুষ হতে হবে। সমাজে আজ ভালো মানুষের বড়ো অভাব। নৈতিক শিক্ষার অভাবে সমাজ দিন দিন অবক্ষয়ের দিকে যাচ্ছে। রাষ্ট্রযন্ত্রের প্রতিটি সেক্টরে অনিয়ম আর দুর্নীতির ভয়াবহ চিত্র আমরা দেখতে পাই। আর এটার অন্যতম প্রধান কারণ নৈতিক শিক্ষার অভাব। দুর্নীতি আর অনিয়ম এতোটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, ধর্মীয় প্রতিষ্ঠানেও আমরা তা দেখতে পাচ্ছি। যা আমাদের জন্যে অশনিসংকেত। একটা সময় মনে করতাম, আলেম সমাজ এসব থেকে দূরে। কিন্তু আজকাল আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকেও দুর্গন্ধ ছড়াচ্ছে। মোটকথা, আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছর গোটা রাষ্ট্র ব্যবস্থাকে ভুল পথে নিয়ে গেছে। যার জন্যে বাংলাদেশ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের শিশুর মধ্যে যদি নৈতিক শিক্ষা না থাকে তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের কপালে দুঃখ আছে। তাই শিক্ষক এবং অভিভাবকদের বলবো, শিশুর মেধার দিকে শুধু নজর দিলে হবে না, তাদেরকে ভালো মানুষ মানে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এ কথাগুলো বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির সদস্য, ফরিদগঞ্জের কৃতী সন্তান মোতাহার হোসেন পাটোয়ারী। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন-২০২৩-এর বৃত্তিপ্রাপ্ত ফরিদগঞ্জের মাতৃছায়া কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। ২৬ অক্টোবর শনিবার সকালে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে সংবর্ধনাপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমির হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহিত্যিক মোস্তফা কামাল মুকুল, ওমর ফারুক ও এমএ রব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়