প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ২০:১৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদলের লাখ লাখ নেতা-কর্মী অংশ নিয়েছে
-------কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র রাজনীতিতে নতুন ধারার রাজনীতি চালু করতে যাচ্ছে। বিগত সাড়ে ১৫ বছর আমরা যখন রাজপথে প্রতিবাদ করতে গিয়েছি, তখন ছাত্রলীগের হায়েনারা পুলিশ, ডিবি দিয়ে আমাদের ওপর আক্রমণ চালিয়েছে। কী অপরাধ ছিল আমাদের!? আমাদের অপরাধ ছিলো, খুনি হাসিনার বিরুদ্ধে কথা বলা। তার বিরুদ্ধে অবস্থান নেয়াই ছিলো আমাদের অপরাধ। ১৫ বছরে আমাদের ৫ শতাধিক নেতা-কর্মীকে গুম ও খুন করা হয়েছে। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তার ওপর ভর করে জুলাই-আগস্টের আন্দোলন সফল হয়েছে। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমাদের লাখ লাখ নেতা-কর্মী অংশ নিয়েছে। আমরা ঘোষণা দিয়েছি, ছাত্রদল নতুনভাবে রাজনীতি করবে, শিক্ষার্থীরাই ছাত্রদলের নেতৃত্ব দিবে। যার যে দায়িত্ব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। প্রকৃত ছাত্ররাই ছাত্রদলের নেতৃত্ব দিবে। সোমবার শাহরাস্তি উপজেলার মেহের ডিগ্রি কলেজ মাঠে ছাত্রদল নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি এ কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবুল বাশার, চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসাইন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজি, শাহরাস্তি পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল, সদস্য সচিব তানভীর হাসান সোলাইমান, সূচিপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান নাহিদ, সদস্য সচিব নাহিদ হাসান প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ ও পৌরসভার সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।