শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০০:২৬

বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ মাস্টারের নেতৃত্বে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার
বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ মাস্টারের নেতৃত্বে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন
পুরাণবাজার বারোয়ারি পূজামণ্ডপ পরিদর্শন করছেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার ও জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুলসহ অন্যরা।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি প্রবীণ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টারের নেতৃত্বে বিএনপির নেতারা। গতকাল শনিবার মহানবমী পূজার দিন দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুলসহ বিএনপি নেতৃবৃন্দ পুরাণবাজার এলাকার বারোয়ারি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, পুরাণবাজার সার্বজনীন বারোয়ারি পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক মানিক লাল সাহা, বাদল চন্দ্র ঘোষ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছ বেপারী, সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, ওয়ার্ড যুবদল সভাপতি জাহাঙ্গীর মুন্সি, সাধারণ সম্পাদক রফিক মিজি, ব্যবসায়ী কাজী সিমু প্রমুখ। পূজামণ্ডপ পরিদর্শনকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসব যেনো তারা নির্ভয়ে, সুষ্ঠু- সুন্দরভাবে, উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে সে জন্যে বিএনপির নেতা-কর্মীরা সবসময় কাজ করছে। হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা সকলেই বাংলাদেশী। সবাই আমরা মিলে মিশে আছি। চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল বলেন, চাঁদপুরে অনেক সুন্দরভাবে পূজা হচ্ছে। কোথাও কোনো সমস্যা হয়নি। জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী হিন্দু ভাই-বোনদের পাশে আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আমাদের দলীয় নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়