শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১৮:৩৯

হাজীগঞ্জে ইঞ্জি. মমিনুল হকের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে ইঞ্জি. মমিনুল হকের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন
বাকিলা মাখন মণ্ডল দাস বাড়ি পূজা মণ্ডপে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার বিএনপির সমন্বয়ক, কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। ছবি : চাঁদপুর কণ্ঠ।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার বিএনপির সমন্বয়ক, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সহায়তা প্রদান করেছেন। গত শুক্রবার রাতে তিনি বাকিলা ইউনিয়নের মাখন লাল বাড়ি দুর্গাপূজা মণ্ডপ ও বলাখাল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বাকিলা মাখন দাস বাড়ি দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী প্রাণেশ দাসের সভাপ্রধানে সহস্রাধিক ভক্তের উদ্দেশ্যে ইঞ্জি. মমিনুল হক বলেন, আমরা হিন্দু-মুসলিম হিসাব করি না, আমরা দেশের নাগরিক। এ দেশ আমাদের সবার। অন্যসব বছরের চেয়ে দেশে এবার আইনশৃঙ্খলা অনেক ভালো আছে বলে আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারছেন। আমরা আপনাদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি সবসময় ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমি সহসাই ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের কাছে আসবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব ইমাম হোসেন, যুবনেতা হুমায়ন কবির, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, সাবেক চেয়ারম্যান এম এ নাফের শাহ, ইউনিয়ন বিএনপি সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র সহ- সভাপতি মমিন বেপারী, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোবাশ্বের মােল্লা, জুলহাস মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ খোরশেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, যুগ্ম আহ্বায়ক সামছুদ্দিন খান, পৌর ছাত্রদলের সদস্য সচিব দীন ইসলাম টগর, বাকিলা ইউপি পরিষদের সাবেক সদস্য আবু জাফর, সদস্য মানিক হোসেন, হাবিবুর রহমান, বিল্লাল গাজী, শাহজাহান সাজু, বিএনপি নেতা হোসেন মোহাম্মদ লিটন, আনোয়ার হোসেন খাঁন কলমতর, রহবম মুন্সী, আলাউদ্দিন তরুণ, মিঠু গাজী, ইউসুফ মিজি, ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি মোশারফ হোসেন রবিন, সেক্রেটারী নূরে আলম, সাংগঠনিক সম্পাদক খোকন গাজী, যুবদল নেতা নাসির গাজী, সাদ্দাম হোসেন রাজু, সাইফুল ইসলাম, সোহেল পাটোয়ারী, সাদ্দাম হোসেন জিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোতালেব গাজী, সাধারণ সম্পাদক রিযাজুল ইসলাম রিযাদ, সাংগঠনিক সম্পাদক ইরফান মাহমুদ শান্ত, জাহাঙ্গীর মিজি, জিলানী, ছাত্রনেতা তাজরিয়ান, জাবেদ, পারভেজ, বাবু, নাজমুল, আরমান, রিমন, মিলন, জাবেদ গাজী, রাকিব গাজী, হৃদয় গাজী, ইয়াছিন আরাফাত ও আল আমিন। এ সময় উপজেলা, পৌর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি যুবদল, ছাত্রদলের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়