বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১৪:২১

গুজব ও স্বৈরাচারের দোসররা নানাভাবে আমাদের দেশের সম্প্রীতি বিনিষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত

.................... লায়ন মো. হারুনুর রশিদ

প্রবীর চক্রবর্তী
গুজব ও স্বৈরাচারের দোসররা নানাভাবে আমাদের দেশের সম্প্রীতি বিনিষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আবহমান কাল থেকে আমাদের এদেশে প্রতিটি সম্প্রদায়ের মানুষের একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রয়েছে। ধর্মীয় অনুষ্ঠানসহ প্রতিটি আচার-অনুষ্ঠানে আমরা যোগ দেই, আনন্দ উপভোগ করি। এটিই অসাম্প্রদায়িক বাংলাদেশের বড় উদাহরণ। পতিত আওয়ামী লীগ আপনাদের সংখ্যালঘু বলে দেশ ও বিদেশীদের কাছে খাটো করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি তা মনে করে না এবং বিশ্বাস করে না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার হলেও রাষ্ট্র সবার। অর্থাৎ আপনার ও আমার অধিকার সমান। তাই আগামী সুখি ও সমৃদ্ধ বাংলাদেশে বিনির্মাণে জাতীয়তাবাদের শক্তিকে এগিয়ে নিতে আপনারাও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে বিশ্বাস করি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের নেতা-কর্মীরা আপনাদের পাশে রয়েছে। গুজব ও স্বৈরাচারের দোসররা নানাভাবে আমাদের দেশের সম্প্রীতি বিনিষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে।

শুক্রবার রাতে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি এ কথাগুলো বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি নাছির পাটওয়ারী, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন বাবুল, সহ- সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পৌর বিএনপি নেতা এ এম টুটুল পাটওয়ারী, মজিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী, পৌর স্বেচ্ছাসেবক দলের বর্তমান সদস্য সচিব রুবেল হোসেন, যুবদল নেতা ফজলুর রহমান, বিএনপি নেতা আ. জলিল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, মনির হোসেন এবং মহিলা দলের পারুল বেগমসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়