শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ২১:৩৮

পূজামণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে অন্য নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার
পূজামণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে অন্য নেতৃবৃন্দ
পুরাণবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম। পাশে রয়েছেন জসিম উদ্দিন খান বাবুল, সেলিমুছ সালাম, অ্যাড. হারুন, মোশাররফ হাজী, অ্যাডঃ মুনিরা চৌধুরীসহ অন্য নেতৃবৃন্দ

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের নেতৃত্বে চাঁদপুর শহরের পুরাণবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। ১১ অক্টোবর শুক্রবার বিকেলে নেতা-কর্মীদের সাথে নিয়ে অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, হাজী মোশাররফ হোসেন, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনুর রশীদসহ নেতৃবৃন্দ বিভিন্ন মণ্ডপে গিয়ে সার্বিক খোঁজ-খবর নেন এবং পূজা কমিটির কর্মকর্তা, ভক্তবৃন্দ ও পুণ্যার্থীদের সাথে উৎসবে শামিল হন। এ সময় ঘোষপাড়া দুর্গা মন্দির ও পূজা মণ্ডপের সঞ্জয় ঘোষ, রতন ঘোষ, হরিসভা মন্দির কমপ্লেক্সের দুর্গা পূজা কমিটির সাধারণ সম্পাদক শম্ভুনাথ সাহা, নিতাইগঞ্জ মন্দির পূজা কমিটির সাধারণ সম্পাদক আশিস দেবনাথসহ পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম বলেন, দুর্গোৎসবকে সার্বজনীন করতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় প্রত্যেকটি মণ্ডপে আমাদের স্বেচ্ছাসেবক দল নিয়োজিত আছে। আপনারা নির্বিঘ্নে পূজা-অর্চনা করবেন। কোনো প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট যেন না হয় সেদিকে সকলে খেয়াল রাখবেন। বিএনপি আপনাদের পাশে অতন্দ্র প্রহরী হিসেবে থাকবে। কোথাও কোনো সমস্যা হলে শেখ ফরিদ আহমেদ মানিক ও আমাদের জানাবেন। চাঁদপুরে যদি হিন্দু ভাই-বোনদের ওপর কোনো হামলার চেষ্টা করা হয়, বিএনপি সেই কালো হাত ভেঙ্গে দিবে। আপনাদের অধিকার স্বাধীনভাবে আপনারা সব কিছু করবেন। আপনাদের পূজা উদ্‌যাপন সফল হোক, শান্তিপূর্ণ হোক সেই প্রত্যাশা আমাদের থাকবে। আপনারা কোনো ভয় পাবেন না। আমরা আপনাদের পাশে আছি। কোনো চাঁদাবাজি, হুমকি-ধমকিকে ভয় পাবেন না। কোনো সংখ্যালঘু, সংখ্যাগুরুতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও শেখ ফরিদ আহমেদ মানিক বিশ্বাস করেন না। আমরা সবাই বাংলাদেশি। আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই। এ সময় অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সাবেক পৌর কমিশনার নজু বেপারী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছ বেপারী, সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, সহ-সভাপতি আনোয়ার মাঝি, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ আহমেদ বেপারী, সাধারণ সম্পাদক তাছির বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বিএনপি নেতা মোক্তার বেপারী মুক্কু, যুবদল নেতা সোহেল গাজী, ওয়ার্ড যুবদলের সাবেক নেতা জামাল মোল্লা, কামাল মজুমদার, হুমায়ুন বেপারী, যুবদল নেতা চুন্নু খান, বাদশা হাওলাদার, রফিক মিজি, জাহাঙ্গীর মুন্সী, মিহির মল্লিক, আলামিন, শাহ আলমসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়