শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১৯:১৪

মতলব উত্তরে পথসভায় ড. জালাল

অন্যায়কারী যতই শক্তিশালী হোক ছাড় দেয়া হবে না

মাহবুব আলম লাভলু
অন্যায়কারী যতই শক্তিশালী হোক ছাড় দেয়া হবে না

বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দীন বলেছেন, মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কলেজ সুজাতপুর গ্রামে আমার বিএনপির নেতা-কর্মীদের উপর যারা হামলা করেছে তাদের আমরা চিনি। আপনারা আওয়ামী লীগ করেছেন কেউ কিছু বলেনি। কিন্তু এলাকায় থেকে আমাদের নিরীহ বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা করবেন আর আমরা চুপ করে বসে থাকবো তা হতে পারে না। এখনও সময় আছে সাবধান হয়ে যান। বিগত ১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনার আমলেও আপনারা একই কাজ করেছেন, ভয়ে কেউ প্রতিবাদ করেনি। এখন সময় এসেছে প্রতিবাদ করার। ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান আপনারাই ছিলেন। ক্ষমতার অপব্যবহার করেছেন, এবার ভালো হয়ে যান। আপনাদের অন্যায় অত্যাচার আর সহ্য করা হবে না।

গতকাল ৬ অক্টোবর বিকেলে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কলেজ সুজাতপুর মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. জালাল এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অন্যায়কারী যতই শক্তিশালী হোক না কেনো তাদের ছাড় দেয়া হবে না। কেউ অন্যায় করলে আইন আছে, তাদের আইনের হাতে সোপর্দ করবেন। নিজের হাতে আইন তুলে নিবেন না। সামনে আসছে দুর্গাপূজা। এই পূজায় বিএনপির নেতা-কর্মী যারা আছেন তারা প্রতিমা পাহারা দিবেন, কোনো দুষ্কৃতিকারী যেনো বিশৃঙ্খলা করতে না পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক বৃহত্তর মতলব উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডঃ ফজলুল হক সরকার হান্নান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নূরুল হক জিতু। উপস্থিত ছিলেন ছেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, মিয়া মঞ্জুর আমিন স্বপন, যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু, ছাত্রদলের আহ্বায়ক নূরুল হুদা ফয়েজি, সদস্য সচিব জয়নাল আবেদীনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর শুক্রবার সকালে বিএনপির নেতা-কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়