প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৩
গ্রেনেড হামলায় আহত রফিক ভূঁইয়া ১৭ বছর পর প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন
দীর্ঘ ১৭ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা পেলেন ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় আহত চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম ভূঁইয়া। গতকাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী বাস ভবনে আনুষ্ঠানিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান ৫ লাখ টাকার চেক বিতরণ করেন।
|আরো খবর
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আমাদের চাঁদপুরের অনেক ত্যাগী নেতা-কর্মী আহত হয়েছেন। আজকে যে রফিকুল ইসলাম আমাদের সাথে আছেন, সে রাজপথে থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্যে কাজ করেছেন। ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য বর্বরোচিত গ্রেনেড হামলায় স্প্রিন্টারের আঘাতে আহত হয়েছেন। অনেকদিন পর জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসায় আজকে তাঁকে ৫ লাখ টাকা চেক দেয়া হয়েছে। এজন্য জেলা আওয়ামী লীগের ও চাঁদপুরবাসীর পক্ষ থেকে আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এতদিন পরেও জননেত্রী শেখ হাসিনা আহত জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম ভূইয়াকে ভুলে নাই।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখনো ঐক্যবদ্ধ। আগামীতেও দলকে সুসংগঠিত রাখতে ঐক্যবদ্ধ থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ রশিদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মো. জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, দপ্তর সম্পাদক শাহ আলম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুর নবী জমাদার, মতলব (দঃ) উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মতলব (দঃ)উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির আহমেদ, জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান কালু ভূঁইয়া, সদস্য অরুপ কর্মকার, আবদুল মালেক চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. শফিক গাজী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো ওমর ফারুক, সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেন পাটওয়ারী, আবুল হাসানাত সুমন প্রমুখ।