বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ১৯:১৭

ইসলাম থেকে দূরে সরে যাওয়াই দেশে সকল অশান্তির মূল কারণ -----শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
ইসলাম থেকে দূরে সরে যাওয়াই দেশে সকল অশান্তির মূল কারণ  -----শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন
কিশোর গ্যাংয়ের হামলায় নিহত শাহীনের পরিবারের হাতে অর্থ ও খাদ্য সহায়তা তুলে দিচ্ছেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।

শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার ব্যবস্থাপনায় ১৫ নং ওয়ার্ডে গত ২৩ আগস্ট কিশোর গ্যাং নামক সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের আঘাতে নিহত শাহীন ও আহত ফাহিমের পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। এগুলো

তাদের হাতে তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন। তার সাথে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানি,

সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা মীর মোশাররফ হোসেন ,

মডার্ন শিশু একাডেমির অধ্যক্ষ মোঃ ওমর ফারুক, অবসরপ্রাপ্ত ব্যাংকার মোঃ দেলোয়ার হোসেন সহ মহল্লার স্থানীয় ব্যক্তিরা।

আরো ছিলেন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোঃ রাকিব হোসেন, চাঁদপুর শহর শাখার সেক্রেটারি মোঃ শরীফ মৃধা এবং শহরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ।

জেলা সভাপতি তার বক্তব্যে বলেন, দেশে সকল অশান্তির মূল হলো, আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। ইসলাম'ই শান্তি ও নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। কারণ যেখানে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা হয়েছে, সেখানে কোনো প্রকার খুন, গুম, জুলুম-নির্যাতন, এমনকি সন্ত্রাসের কোনো নমুনা খুঁজে পাওয়া যায় না । তাই শান্তি ও নিরাপত্তার জন্যে আমাদেরকে ইসলামের পথে ফিরে আসতে হবে। ইসলাম শুধু মুসলমানের জন্যেই নিরাপদ নয়, বরং সকল ধর্ম-বর্ণের মানুষের জন্যে রক্ষা কবচ।

এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করবো এই অসহায় পরিবারের পাশে থাকতে। আপনারাও যারা প্রতিবেশী আছেন তাদের খোঁজখবর রাখবেন, তারা যেন কখনোই অনাহারে অর্ধাহারে তাদের জীবন অতিবাহিত না করে। যেহেতু তাদের উপার্জনক্ষম ব্যক্তি চলে গেছে, এখন আমাদের সকলেরই দায়িত্ব তাদেরকে দেখাশোনা করা।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত দিনে যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, বর্তমানেও তা চলমান রয়েছে । আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বানভাসি মানুষের পাশে আমাদের ধারাবাহিক কার্যক্রম চলছে। শুধু মুসলমান নয়, হিন্দু- বৌদ্ধ-ত্রিপুরা সহ সকল জাতির কাছে আমরা খাদ্য সহায়তা নিয়ে ডোর টু ডোর পৌঁছার চেষ্টা করছি । তারা স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়