প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ২০:২০
দেশ স্বাধীন হয়েছে, ভোটের স্বাধীন হয়নি : ইঞ্জিনিয়ার মমিনূল হক
দেশ স্বাধীন হয়েছে কিন্তু ভোটের স্বাধীন হয়নি। ভোটের স্বাধীনতা আনতে আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। সরকার আমাদের বাক স্বাধীনতা পর্যন্ত হরণ করেছে। কথায় কথায় মামলা,হয়রানি। এসব থেকে আমাদের মুক্তি পেতে আন্দোলনের বিকল্প নেই। হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি"আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চাঁদপুর ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সমন্ময়ক, জেলা বিএনপির সাবেক সভিপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনূল হক।
|আরো খবর
উপজেলাস্থ সোনাইমুড়িতে আয়োজিত উক্ত অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মমিনূল হক আরো বলেন, আওয়ামী লীগের স্লাোগান জয় বাংলা কিন্তু জয় বাংলাদেশ বলতে ভয় পায় কেনো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামীলীগ নতুনভাবে রাজনীতি শুরু করেছে। সেদিন হান্নান শাহ'র নেতৃত্বে জিয়াউর রহমানকে শেরেবাংলা নগরে নেয়া হয়েছে রাষ্ট্রের টাকায়। সেই সময় আর্মি প্রধান ছিলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। এরশাদ সাহেব জিয়াউর রজমানকে স্যালুট করেছেন আর আওয়ামীলীগ বিএনপিকে ভয় পায় বলে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরাতে ব্যস্ত হয়ে পড়েছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর প্রতি আনুগত্য দেখিয়ে তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেশে আসার সুযোগ করে দিয়েছেন, রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন।
নিজের দলের বিষয়ে ইঞ্জিনিয়ার মমিনূল হক বলেন, বিএনপি গত ১৪ বছর ক্ষমতার বাইরে। দলটিকে ক্ষতি করার জন্য আওয়ামীলীগ অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। বিএনপি এখন আগের ছেয়ে অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ। সম্প্রতি দেশের একজন মন্ত্রী বলেছেন '৭১ সালের আগে জিয়াকে তারা চিনতেন না, জিয়া সেই সময় সক্রিয়ভাবে স্বাধীনতা যুদ্ধ করেছে বলে সে সময় থেকে উনারা জিয়াকে চেনেন। আমি সেই মন্ত্রীকে বলতে চাই, জাতির জনককে '৪৭ সালেতো কেউ চিনতো না, তাহলে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী হয় কি করে।
পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরীর সভা প্রধানে সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান খাঁন বাচ্চু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ'র সঞ্চালনে এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান কানু, আলমগীর হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক রনি, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এস.এম ফয়সাল হোসাইন প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আলী আকবর, সেলিম শাহী, পৌর বিএনপির আবুল খায়ের মজুমদার, এ্যাড. ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অভি, শ্রম বিষয়ক সম্পাদক আজাদ কাশারী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন মজুমদার, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক আবু ইউসুফ পাটওয়ারী, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, যুগ্ম আহবায়ক ইকবাল সর্দার, ছাত্রদলনেতা আজিম উদ্দিন, সাদ্দাম হোসেন রাজুসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের শহশ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।