প্রকাশ : ৩০ মে ২০২৪, ১৮:৪৯
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে জেলা বিএনপির মিলাদ ও দোয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।৩০ মে বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।মিলাদ ও দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি সফিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক মুনির চৌধুরী, সহ-সভাপতি দেওয়ান সফিকুজ্জামান,শরীফ মোঃ ইউনুছ,ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি,অ্যাড. হারুনূর রশীদ,শাহজালাল মিশন,সাংগঠনিক আলহাজ্ব মোশাররফ হোসেন,কোষাধক্ষ্য আব্দুল কাদের বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ,জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন খান আকাশ ,প্রকাশানা সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দীন মোঃ জিল্লু,জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,জেলা মৎসজীবি দলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা তাতী দলের আহ্বায়ক আলী আহমদ সরকার,জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন,সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।