প্রকাশ : ২৮ মে ২০২৪, ২১:১৯
চাঁদপুর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ১৫ দিনের কর্মসূচি
স্টাফ রিপোর্টার ॥ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এই কর্মসূচি ঘোষণা করেন। এসব কর্মসূচির মধ্যে আছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী ও দুঃস্থদের মধ্যে রান্না করা খাবার ও বস্ত্র বিতরণ প্রভৃতি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে এই মহান নেতা, মহান পথপ্রদর্শক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণীয় করে রাখবার জন্য আমরা আগামী ২৮ মে থেকে ১১ জুন পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সেমিনার, বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোকচিত্র প্রদর্শনী প্রভৃতি।
মির্জা ফখরুল বলেন, ৩০ তারিখ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালযে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালোপতাকা উত্তোলন করা হবে। বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো জিয়াউর রহমানকে নিয়ে পোস্টার প্রকাশ ও বিভিন্ন দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
এদিকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা করেছে চাঁদপুর সদর উপজেলা বিএনপি। ২৮ মে মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। এ সময় অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।