রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৪ মে ২০২৪, ১১:৪৫

চাঁদপুরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ

চাঁদপুরে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। সোমবার (১৩ মে) বিকালে চাঁদপুর - কুমিল্লা সড়কের স্টেডিয়াম, ইলিশ চত্বর,চেয়ারম্যান ঘাট, বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে অটো,সিএনজি, রিকশাচালক,যাত্রী, খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী, দোকানি ও পথচারীদের মাঝে উপজেলা নির্বাচন বর্জনের এই লিফলেট বিতরণ করা হয়।

চাঁদপুর জেলা বিএনপি'র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিমের নেতৃত্বে চাঁদপুর পৌর বিএনপি, যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ভোট বর্জনের লিফলেট বিতরণ করেন।

পরে বাস স্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্স এর সামনে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম।

এ সময় তিনি বলেন, 'বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। যা জনগণের কাছে প্রমাণিত। আমাদের আগে থেকে সতর্ক হওয়া উচিত, এই সরকারের পাতানো নির্বাচনী ফাঁদে কেউ যেন না পড়ে। গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভোট বর্জনের ডাকে দেশের ৯৫ ভাগ মানুষ ভোট কেন্দ্রে যায়নি।'তাই জাতীয় নির্বাচনের মত তামাশার উপজেলা নির্বাচনেও জনগণ ভোট বর্জন করবে । দেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসন ও জোর জবরদস্তি থেকে মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধার চায়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ,সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার সহ-সভাপতি সরোয়ার গাজী, মোস্তফা বন্দুকশী, সিনিয়র সদস্য দেওয়ান মোহাম্মদ জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজান কবির খোকা, জেলা তাঁতি দলের আহবায়ক আলী আহমদ কমিশনার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা কাইয়ুম খান, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীসহ জেলা বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়