রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ মে ২০২৪, ১৬:৩১

চাঁদপুরে ছাত্রলীগের দু' গ্রুপের পাল্টাপাল্টি মিছিল

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ছাত্রলীগের দু' গ্রুপের পাল্টাপাল্টি মিছিল

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আয়ুব বেপারী এবং এডভোকেট সুমনের দোয়াত কলম ও ঘোড়া

মার্কার সমর্থনে শহরে পাল্টাপাল্টি নির্বাচনি মিছিল হয়েছে। ছাত্র লীগের দু' গ্রুপ পৃথক এবং মুখোমুখি পর্যায় এই মিছিল করলেও তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে দেখা গেছে। এক পর্যায় আইয়ুব ব্যাপারীর দোয়াত কলমের সমর্থনে জেলা ছাত্রলীগের গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় রাস্তার পেছনে কিছ সময় আটকা পড়েছিলেন কাপ পিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থী নাজিম দেওয়ান।

শুক্রবার শেষ বিকালের দিকে এসব দৃশ্য সরজমিন দেখে গেলেও তাদের মুখে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে

প্রতীকের স্লোগান ছিল কিন্তু উত্তেজনা বা সহিংসতার কোন রুপ ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা যায়নি ওই সময়।

১০ মে শুক্রবার বিকেলে শহরের রসুইঘরে আয়োজিত এক সভায় চাঁদপুর জেলা ছাত্র লীগের সেক্রেটারি সাদ্দাম হোসেনের নেতৃত্বে দোয়াত কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারীকে সমর্থন জানায় ছাত্রলীগের একাংশ। এসময় ছাত্রলীগের অপর একটি গ্রুপ ঘোড়া মার্কার সমর্থনে ওইস্থানের সড়কে দুইবার মিছিল নিয়ে যায়। মিছিলের শেষ অংশে কয়েকজনকে দোয়াত কলম মার্কার সমর্থকদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলতে শুনা যায়।তবে এসময় দোয়াত কলম মার্কার সমর্থকরা রসুইঘরের বিতরে চলে যায়। পরে তারাও শহরে মিছিল বের করে। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অধিকাংশই সরকার দলীয় আওয়ামী লীগের। অন্যান্য উপজেলার মতো চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীর সমর্থন নিয়ে চাঁদপুরে আওয়ামী লীগের রাজনীতিতে গ্রুপিং দেখা দিয়েছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, এভাবে চলতে থাকলে নিজেদের মধ্যে সংঘাত সংঘর্ষ হবার আশঙ্কা রয়েছে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়