প্রকাশ : ০২ মে ২০২৪, ১১:৩০
জহিরবাদ ও এখলাছপুরে ঘোড়া ও টিউবওয়েলর উঠান বৈঠকে সুর্বনা চৌধুরী বিণা
স্মার্ট উপজেলা দেখতে চাইলে ঘোড়া ও টিউবওয়েলে ভোট দিন
মতলব উত্তর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের মোহাম্মদ মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের রিয়াজুল হাসান রিয়াজ সকলের পছন্দের প্রার্থী। তারা দুজনেই ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত। তারা মতলবের মানুষদের সেবা করতে চায়। আপনারা সেই সুযোগটুকু তৈরি করে দিবেন। বুধবার ১ মে এখলাছপুর ও জহিরাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘোড়া ও টিউবওয়েল প্রতিকের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুর্বনা চৌধুরী বিণা একথা বলেন।
তিনি আরো বলেন, আগামী ৮ মে নির্বাচনে সারাদিন চেয়ারম্যান পদে ঘোড়া মার্কা এবং ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল মার্কায় ভোট দিবেন। যদি মতলবের উন্নয়ন চান, যদি স্মার্ট মতলব দেখতে চান তাহলে ঘোড়া ও টিউবওয়েল ছাড়া অন্য কাউকে ভোট দেয়া যাবে না। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের মোহাম্মদ মানিক দর্জি, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউবওয়েল প্রতিকের রিয়াজুল হাসান রিয়াজ, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ।
সন্ধ্যায় ৭৪নং সানকি ভাঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক সভাপতিত্ত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মনোয়ার হোসেন ও পরিচালনা করেন জহিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিপন মল্লিক। বক্তব্য দেন- জেলা যুবলীগের সদস্য গোলাম রাব্বানী পাপ্পু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মন্জুর মোর্শেদ সুইট, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক জালাল কবিরাজ প্রমুখ। এর আগে জহিরাবাদ ইউনিয়নের নেদামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মনিরুজ্জামান সেন্টুর সভাপতিত্ত্বে ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রহমত উল্লাহ সরকার লিখনের পরিচালনায় বক্তব্য দেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইউসুফ হোসেন বাপ্পী।
এর আগে বিকেলে এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান নেতার সভাপতিত্ত্বে আরো বক্তব্য দেন- এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম ঢালী মুন্না, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বাদশা মিয়া, সিনিয়র শিক্ষক আমান উল্লাহ প্রমুখ।