সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ১৬:২১

শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না নাসরিন জাহান শেফালী

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না নাসরিন জাহান শেফালী

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী। ১৮ এপ্রিল বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলা পরিষদের মাসিক সভায় বিদায়ী বক্তব্যে তিনি এ কথা জানান। তিনি বলেন, আমার স্বামীর আবদার রাখতে গিয়ে আমি নির্বাচনে অংশ নেই। আপনাদের দোয়ায় আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আপনারা জানেন আমার সবকিছু ঢাকাতে, এখানে আমার বড় সমস্যা থাকা ও খাওয়ার। আপনারা দোয়া করবেন যেন আগামীতে আরও বড় পরিসরে আপনাদের মাঝে এসে বক্তব্য রাখতে পারি। আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন।

এর পূর্বে সকাল ১১ টায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসির উদ্দিন, শাহরাস্তি থানার ওসি ( তদন্ত) শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সুচিপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, চিতোষী পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জোবায়েদ কবির, মোশারফ হোসেন পাটোয়ারী, আঃ রাজ্জাক, মাহতাব উদ্দিন হেলাল এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়