শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ জুন ২০২১, ০৯:২২

মতলবে আ'লীগের দুই গ্রুপের সংঘর্ষ : নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট

মিজানুর রহমান
মতলবে আ'লীগের দুই গ্রুপের সংঘর্ষ : নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট

চাঁদপুরের মতলব উত্তরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিত নিয়ন্ত্রণে পুলিশ ১৭ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

গতকাল ২৬ জুন শনিবার বিকেলে উপজেলার মোহনপুর এলাকায় আওয়ামী লীগের বর্তমান সাংসদ নুরুল আমিন রুহুল ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বীর বিক্রম গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা স্থানিয়ভাবে চিকিৎসা নিয়েছে বলে জানা যায়।

স্থানীয় লোকজন জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম আগে মতলব উত্তর ও দক্ষিণ এলাকার এমপি ছিলেন। পরবর্তীতে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন আরেক কেন্দ্রীয় নেতা নুরুল আমিন রুহুল। মূলত: এ দুই নেতার স্থানিয় রাজনীতির নিয়ন্ত্রণ নিয়ে দলীয় নেতা-কর্মী দু'ভাগে বিভক্ত। তাদের মধ্য দীর্ঘদিন থেকে এ বিরোধ চলে আসছে।

ঘটনার দিন মায়া চৌধুরী নিজ এলাকা মোহনপুরের বাড়িতে আগমন করেন। নেতার সাথে দেখা করার জন্য বিভিন্নস্থান থেকে তার সমর্থকরা আসা যাওয়া করছে। অপরদিকে স্থানিয় এমপি নুরুল আমিন রুহুলও তাঁর নির্বাচনি এলাকায় বিভিন্ন কর্মসূচিতে প্রতিনিয়ত সক্রিয় থাকছেন। স্থানিয়ভাবে কেন্দ্রীয় ওই দুই নেতার অনুসারীদের আসা-যাওয়ার মধ্যেই মোহনপুর এলাকায় সংঘর্ষ লেগে যায়।

উল্লেখ্য যে, গত কয়েকদিন যাবত মতলব মোহনপুরে উত্তেজনা বিরাজ করছিল। তা পরবর্তীতে হামলা ও সংঘর্ষে রুপ নেয়। এ ঘটনায় একে অপর গ্রুপকে হামলার জন্য দোষারোপ করছে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান কামাল বলেন, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট নিক্ষেপ করে।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, মোহনপুর এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়