প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ১৯:০৯
স্মার্ট বাংলাদেশ গড়ার পূর্ব শর্ত হলো সর্বস্থানে সমউন্নয়ন
........... খাজে আহমেদ মজুমদার
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবকে সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খাজে আহমেদ মজুমদার বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার পূর্ব শর্ত হলো সর্বস্থানে সমউন্নয়ন। মসজিদ মন্দিরসহ সকল ধর্মীয় স্থাপনালয় কোন কিছুই বাদ যাবে না। বিগত ৫ বছরে ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য বীরমক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমানের এর নেতৃত্বে আমরা সেই কাজটি করেছি। সামনের ৫ বছরেই তা অব্যাহত থাকবে। আশা করছি শফিকুর রহমানের নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়নের মাধ্যমে আমরা আধুনিক ফরিদগঞ্জ গড়তে সক্ষম হবো। এজন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদের সমর্থন প্রয়োজন। আপনারা জানেন সামনেই ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আমরা আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। আশা করছি আপনারা যদি আমার পাশে থাকেন আপনাদের সকল প্রত্যাশা অবশ্যই পুরণ হবে।
রোববার (১৪ এপ্রিল) বিকালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পাড়া গাব্দেরগাও গ্রামের পূজা ও বৈশাখি মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
পল্লী যুবক সেবক সংঘের সভাপতি বাপ্পী দেবনাথের সভাপতিত্বে ও সদস্য বাঁধন শীলের পরিচালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাড. মোহাম্মদ আলী মজুমদার, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন, বর্তমান যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান শরীফ খাঁন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, এমপি প্রতিনিধি নজরুল ইসলাম সুমন, সাহাবুদ্দিন টিপু, আওয়ামীলীগে নেতা জহিরুল ইসলাম , ছাত্রলীগ নেতা আরেফিন শুভ ।