রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ১২:৪০

স্বাধীনতা ও জাতীয় দিবসে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কর্মসূচি

অনলাইন ডেস্ক
স্বাধীনতা ও জাতীয় দিবসে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কর্মসূচি

"তুমি জন্মেছিলে বলেই জন্মেছে এই দেশ, মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ।" ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এইদিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ ও স্বাধীনতাকামীরা দীর্ঘ ৯ মাসের স্বশস্ত্র সংগ্রামের বিনিময়ে ছিনিয়ে আনেন আমাদের কাঙ্খিত স্বাধীনতা, গৌরবোজ্জ্বল দিন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

চাঁদপুর জেলা আওয়ামীলীগের কর্মসূচি : ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পন। সকাল ৭টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। বাদ আছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, যুদ্ধাহত ও অন্যান্য সকল বীর মুক্তিযোদ্ধাদের সুস্থাস্থ এবং জাতির শন্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া/প্রার্থীনা শেষে তাবরুক বিতরণ। জেলা আওয়ামী লীগ কর্তৃক গৃহীত কর্মসূচিকে সফল করার জন্য দলীয় নেতাকর্মী ও তথা সর্বস্তরের জনগণকে অংশগ্রহনের জন্য দলের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়